আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে নেই নেইমার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ ০৫:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩২ বার।

চোটের কারণে ব্রাজিলের আসন্ন দুটি প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেলেন দলটির তারকা ফরোয়ার্ড নেইমার। ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে রাখেননি কোচ তিতে।

নভেম্বরে প্রীতি ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির প্রথমটিতে ১৫ নভেম্বর সৌদি আরবে আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। চার দিন পর সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়বে তারা।

ম্যাচ দুটির জন্য ব্রাজিল দলে নতুন মুখ টিনএজ ফরোয়ার্ড রদ্রিগো, মিডফিল্ডার দগলাস লুইস, ডিফেন্ডার এমারসন ও গোলরক্ষক দানিয়েল ফুজাতো।

ব্রাজিল দল

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এডেরসন (ম্যানচেস্টার সিটি), ফুজাতো (রোমা)

ডিফেন্ডার: থিয়াগো সিলভা (পিএসজি), মার্কিনিয়োস (পিএসজি), দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাতলেতিকো মাদ্রিদ), ফেলিপে (অ্যাতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), এমারসন (রিয়াল বেটিস)

মিডফিল্ডার: আর্থার মেলো (বার্সেলোনা), ফাবিনিয়ো (লিভারপুল), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), লুকাস পাকেতা (এসি মিলান), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), ফিলিপে কৌতিনিয়ো (বায়ার্ন মিউনিখ)

ফরোয়ার্ড: রবের্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রিশার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), উইলিয়ান (চেলসি), ডাভিদ নেরেস (আয়াক্স)।