প্রথমে মদ খেতাম, পরে মদ আমাকে খেয়েছে: পূজা ভাট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ ০৫:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৯ বার।

নব্বই দশকের জনপ্রিয় বলিউড নায়িকা পূজা ভাট। বাবা বিখ্যাত নির্মাতা মহেশ ভাটের হাত ধরে বলিউডে এলেও পরে নিজের প্রতিভায় পথ করে নেন। গত এক দশকে অভিনয়ের দেখা না গেলেও প্রযোজনায় হাত পাকিয়েছেন তিনি।

সম্প্রতি এক টুইটে পূজা ফাঁস করলেন ব্যক্তিগত জীবনের পাওয়া না পাওয়ার গল্প। হতাশার কবলে পড়ে নেশায় ডুবে ছিলেন অনেক বছর। এরপর আবার ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে।

তিনি বলেন, “আমিও আপনাদের মতো যন্ত্রণা সয়েছি। আঘাতের ধাক্কায় পড়েছি ভেঙে পড়েছি। কষ্ট ভুলতে নেশার হাত ধরেছি। প্রথমে আমি মদ খেতাম। পরে মদ আমাকে খেয়েছে। টলোমলো পায়ে অনেকবার বেপথু হয়েছি। পড়েছি। আর তারপর নেশাতে ইতি টেনে গত ২ বছর ১০ মাস ধরে আমি আবার আপনাদের সেই আগের পূজা ভাট।”

পূজা আরও বলেন, “বাবা মহেশ ভাটের ছবি ‘সড়ক টু’তে বোন আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করছি। খোলা হাওয়ায়, নীল আকাশের নিচে বুক ভরে শ্বাস নিচ্ছি। আমি পারছি। আপনারা পারবেন না!”

‘ড্যাডি’ দিয়ে মহেশের আদুরের মেয়ের ক্যারিয়ার শুরু। তারপর সড়ক, দিল হ্যায় কে মানতা নেহি, স্যার’র মতো একগুচ্ছ হিট ছবি উপহার দেন।  আচমকাই নেশার কবলে পড়ে সবকিছু এলোমেলো। সেই ধাক্কা সামলে বহু বছর পরে আবার বাবার ছবিতেই প্রত্যাবর্তন।

প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে পূজা লেখেন, “জীবন আমাকে কম পোড়ায়নি। তারপরেও আমি যদি পোড়া কাঠ না হয়ে পুড়ে পুড়ে সোনা হতে পারি তাহলে আপনারাও পারবেন। একজন মেয়ে হয়ে যদি আমি নেশার থেকে নিজেকে দূরে রাখতে পারি, তাহলে আপনারাও পারবেন। নেশা কোনো সমস্যার সমাধান নয়। নতুন সমস্যার কারণ।”

রাজনীতি নিয়ে বরাবরই ঠোঁটকাটা পূজা। কিছুদিন আগে বলিউড তারকাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাক্ষাৎ করেন। তখন মহাত্মা গান্ধীর বাণী শরণ নিয়ে পূজা বলেন, “আমার এই ধরনের সরকারের প্রতি কোনো আগ্রহ নেই, সম্মানও নেই, যে অনৈতিক পথে হেঁটে নিজের অন্যায় ঢাকে।”

পূজার অন্যতম সফল সিনেমা ‘সড়ক’ মুক্তি পায় ১৯৯১ সালে। মহেশ ভাটের পরিচালনায় নায়ক ছিলেন সঞ্জয় দত্ত। ওই ছবির সিক্যুয়ালে আরও অভিনয় করছেন আলিয়া ভাট ও আদিত্য রায় কাপুর। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ১০ জুলাই।