চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোট পেলেন?

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ ১১:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪২ বার।

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৯-২০২১) পুরো প্যানেল জয়ের মাধ্যমে দ্বিতিয়বারের শিল্পীদের নেতৃত্বে  এলেন মিশা-জায়েদ প্যানেল। 

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। খবর সমকাল অনলাইন 

সমিতির মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ৩৮৬ জন ভোটার। যা মোট ভোটের ৮৬ শতাংশ।

কে কত ভোট পেলেন:

এবারের নির্বাচনে সভাপতি পদে  মিশা সওদাগর ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার প্রতিদ্বন্দ্বী মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট।

সহ-সভাপতি পদে জয় লাভ করেছেন মনোয়ার হোসেন ডিপজল এবং রুবেল। ডিপজল পেয়েছেন ৩১১ ভোট এবং রুবেল পেয়েছেন ২৯৩ ভোট। এই পদের পরাজিত প্রার্থী নানা শাহ্‌ পেয়েছেন ৯৮ ভোট।

ইলিয়াস কোবরাকে পরাজিত করে সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। জায়েদ খান পেয়েছেন ২৮৪ ভোট। ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ২৮১ ভোট পেয়ে জিতেছেন আরমান। তার প্রতিদ্বন্দ্বী সাংকোপাঞ্জা পেয়েছেন ৭১ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন অভিনেতা ইমন। তিনি পেয়েছেন ২৪৭ ভোট। পরাজিত প্রার্থী নূর মোহাম্মদ খালেদ আহমেদ পেয়েছেন ১০৫ ভোট।

সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন জাকির হোসেন। তিনি পেয়েছেন ২৩০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ডন পেয়েছেন ১২২ ভোট।

কার্যকরী পরিষদ সদস্য পদ ১১টি। জিতেছেন অঞ্জনা সুলতানা (৩২৪ ভোট), অরুণা বিশ্বাস (৩১৫ ভোট), আলীরাজ (৩৩৬ ভোট), আফজাল শরীফ (২৯৩ ভোট), আসিফ ইকবাল (৩১৪ ভোট), আলেক জান্ডার বো (৩৩৭ ভোট), জেসমিন (৩০৯ ভোট), জয় চৌধুরী (৩০৩ ভোট), বাপ্পারাজ (৩০১ ভোট), মারুফ আকিব (২৭৩ ভোট), রোজিনা (৩২০ ভোট)।