সাকিবকে কারণ দর্শানোর নোটিশ পাঠাচ্ছে বিসিবি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ ১২:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৯ বার।

নিয়মের বাইরে গিয়ে গ্রামীণফোনের সাথে চুক্তি করায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি৷ পাশপাশি তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেয়া হতে পারে৷

গত মঙ্গলবার দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনের সাথে একটি স্পন্সরশিপ চুক্তি করেন বাংলাদেশের টেস্ট ও টিটোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান৷ তার আগের দিনই দেশের ক্রিকেটারদের নিয়ে তিনি ধর্মঘটের ডাক দিয়েছিলেন৷

সাকিবের এই চুক্তিকে ভালোভাবে নিচ্ছে না বিসিবি৷ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে তাঁর বিরুদ্ধে৷

গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করে সাকিব বিসিবির চুক্তি ও প্রক্রিয়া ভঙ্গ করেছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী৷ এই বিষয়ে সাকিব ও গ্রামীণফোনের কাছে ক্ষতিপূরণ চাওয়া হবে বলে উল্লেখ করেছেন বিসিবি প্রধানও৷

এছাড়া স্থানীয় গণমাধ্যমকে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘‘আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি৷ কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই৷''

সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘‘আমরা ক্ষতিপূরণ দাবি করব এখন৷ সেটি কোম্পানির কাছেও দাবি করব, দাবি করব খেলোয়াড়ের কাছেও৷ আমরা কি ছেড়ে দেব নাকি? কালকে (গত পরশু) শুনলাম প্রথম৷ আমি বলে দিয়েছি, গ্রামীণফোনকে লিগ্যাল নোটিশ পাঠাও৷ বড় অঙ্কের ক্ষতিপূরণ চাও৷ বলেছি, চিঠি পাঠাও সাকিবকেও৷ আমাদের ব্যাখ্যা চাই৷ আমাদের কাছে ব্যাপারটিকে মনে হয়েছে, ‘বোর্ডের কোনো নিয়ম-কানুন মানি না,’ এ রকম হলে কঠোর ব্যবস্থা নেবই৷''

তিনি জানান ২০১৫ সালে আরেক টেলিকম অপারেটর রবির সাথে বিসিবির টাইটেল স্পন্সর চুক্তি হওয়ার পর গ্রামীণফোন আলাদাভাবে খেলোয়াড়দের চুক্তি শুরু করে৷ এতে বোর্ডের বিরাট ক্ষতি হয়েছে৷ ‘‘যে কারণে আমরা খেলোয়াড়দের টেলিকম কোম্পানিগুলোর সাথে চুক্তি করা থেকে বিরত রেখেছি৷ তারপরও সে (সাকিব) এটা করেছে৷ এবং সময়টা দেখেন? খেলা বন্ধ করে চুক্তি! এটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ,’’ বলেন পাপন৷

এসময় তিনি আফগানিস্তান সিরিজ হার নিয়েও সাকিবের সমালোচনা করেন৷ বলেন, ‘‘(এরপর) আমি হলে আন্দোলন দূরের কথা, লজ্জায় মুখই দেখাতাম না৷''

গত সোমবার সাকিব দেশের শীর্ষ ক্রিকেটারদের সাথে বিভিন্ন দাবি পূরণে ধর্মঘটের ডাক দেন৷ বুধবার বিসিবির আলোচনার পর এই আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়৷ শুক্রবার থেকে খেলোয়াড়রা ভারত সফরের প্রশিক্ষণ পর্বে অংশ নিয়েছেন৷