চাঁদে পানি খুঁজবে নাসার ‘ভাইপার’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ ১৩:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮ বার।

নতুন একটি মহাকাশযানের খবর দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ভাইপার নামের এই চন্দ্রযানটি চাঁদে পানি খুঁজবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের ডিসেম্বরে চাঁদে অবতরণ করবে ভাইপার। ছায়াযুক্ত মেরু অঞ্চলগুলোয় সরাসরি পানির উপস্থিতি পর্যবেক্ষণ এবং পরিমাপ করবে যানটি।

নাসার পরিচালক জিম ব্রাইডেনস্টাইন সাংবাদিকদের বলেন, ‘ভাইপার চাঁদের দক্ষিণ মেরুতে ঘুরতে যাবে। কোথায় বরফ পানি আছে সেটি খুঁজে দেখবে।’

‘জীবনের জন্য পানি খুব গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্বাস নিতে বরফ পানি অক্সিজেনের উপস্থিতি বাড়ায়। পানও করা যায়।’

ভাইপারের আকার একটি মালবাহী গাড়ির মতো হবে। পানি ভরতে থাকলে ভাইপার প্রসারিত হবে।

চন্দ্রযানটি এখন নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

ভাইপার যে অঞ্চলে পানির সন্ধান করবে সেখানে আলো নেই। সোলার প্যানেল দিয়েও কাজ করা কঠিন। তাই ১০০ দিন চাঁদে থাকতে চন্দ্রযানটি সব ধরনের শক্তি নিয়ে পাড়ি দেবে।

নাসা জানিয়েছে এই প্রজেক্টে তাদের খরচ পড়বে ২৫০ মিলিয়ন ডলার।