বাড়ি ধসের আগে দম্পতির প্রাণ বাঁচাল বিড়াল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ ১৪:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪১ বার।

বাড়ি ভেঙে পড়ার ঠিক আগ মুহূর্তে স্বামী-স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে প্রাণ বাঁচিয়েছে তাদের দুইটি পোষা বিড়াল। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে ইতালিতে।

ক্লদিও পিয়ানা ও তার স্ত্রী সাবরিনা পেলেগ্রিনি ঘুমিয়েছিলেন। তখন চিৎকার চেঁচামেচি শুরু করে পোষা বিড়াল সিম্বা ও মোজ। পোষ্যদের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় সাবরিনার। চিৎকার থামাতে তিনি যখন বিড়াল দুটির কাছে যান, দেখেন সিলিং থেকে প্লাস্টার ভেঙে পড়েছে মেঝেতে। বাড়ির দেওয়ালে তখন আরও কয়েকটি ফাটল দেখতে পান তিনি।

সঙ্গে সঙ্গে আসন্ন বিপদ বুঝতে পারেন সাবরিনা। ঘুম থেকে উঠিয়ে দেন ক্লদিওকে। তারপর বিড়াল দুটিকে নিয়ে বেরিয়ে আসেন বাড়ির বাইরে। এর পরই ভেঙে পড়ে তাদের বাড়ি!

ওই দিন রাতে ওই দম্পতি যখন ঘুমিয়ে ছিল, তখন আসলে ভয়ংকর ঝড় হয় তাদের এলাকায়। তার জেরেই ধস নামে সেখানে।