চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের দায়ে আটক ৩ শিক্ষার্থী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ ১৫:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮ বার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি শিক্ষার্থীকে র‌্যাগিং দেওয়ার অপরাধে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতর এলাকার একটি দোকান থেকে তাদের আটক করা হয়। খবর সমকাল অনলাইন 

জিজ্ঞাসাবাদের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটকৃতরা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের আরাফাত রহমান, ইতিহাস বিভাগের প্রথম বর্ষের জিহাদ হোসেন ও একই বর্ষের লোক প্রশাসন বিভাগের আরশিল আজীম নীলয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি টহল টিম পরিবহন দফতর এলাকার একটি দোকান থেকে র‌্যাগিং চলাকালে ওই তিন শিক্ষার্থীকে হাতে নাতে ধরে। পরে তাদের প্রক্টরের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশে সোপর্দ করে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, প্রক্টরিয়াল বডির সদস্যরা টহল কালে ওই তিন জন শিক্ষার্থীকে ধরে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করে আমরা তাদেরকে পুলিশে সোপর্দ করি।