কোচিং সেন্টার বন্ধে বগুড়া শহরজুড়ে মাইকিং

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ ১৩:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৯৩ বার।

জেএসসি ও জেডিসি পরীক্ষা প্রশ্নফাঁসহীন, সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে করার লক্ষ্যে বগুড়ায় কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরজুড়ে মাইকিং করা হয়েছে। কোন কোচিং যদি এই আদেশ অমান্য করে তাহলে কঠোর শাস্থিমূলক ব্যবস্থা করা হবে বলেও মাইকিং এর মাধ্যমে জানানো হয়।
শহরের জলেশ্বরীতলা ও উপশহরের কোচিং সেন্টারের পরিচালকেরা জানান, তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধের চিঠি পেয়েছে। তারা কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ জানান, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিম প্রস্তুত রয়েছে। আর কেও যদি আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।