নওগাঁ শহরে রুমি জুয়েলার্সে দুর্ধর্ষ চুরিঃ ৫শ ভরি স্বর্ণ লুট

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮ ১৪:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭১ বার।

নওগাঁ শহরের রুমি জুয়েলার্স নামের একটি স্বর্নের দোকানে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার বিকেল থেকে শনিবার ভোর পর্যন্ত সময়ের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। শনিবার সকালে ওই স্বর্ণের দোকান খুলেলে চুরিএ এ ঘটনা ধরা পড়ে। সংঘবদ্ধ চোরের দল আনুমানিক ৫শ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে মালিক পক্ষ ধারনা করছে। ওইদিন বিকেলে সংঘবদ্ধ চোরের দলের হাতের ছাপ গ্রহন বিশেষজ্ঞ একটি টিম রাজশাহী থেকে নওগাঁ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা হাতের ছাপ এবং বিভিন্ন আলামত পরীক্ষা নিরীক্ষা করেন।


রুমি জুয়েলার্সের মালিক তৌফিকুর রহমান বাবু জানান, বাংলাদেশ জুয়েলার্স সমিতি নওগাঁ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার ও সাপ্তাহিক ছুটি শুক্রবার সারাদিন দোকান বন্ধ ছিল। এ সময়ের মধ্যে সংঘবদ্ধ চোরের দল রুমি জুয়েলার্সের পাশের দোকান আঁখি ইলেক্ট্রনিক্সের তালা ভেঙ্গে প্রথমে আখি ইলেক্ট্রনিক্সে প্রবেশ করে। পরে দেয়ালে সিদ কেটে রুমি জুয়েলার্সে প্রবেশ করে। তৌফিকুর রহমান বাবু জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কমপক্ষে ৫শ ভরি স্বর্ণ চোরেরা লুট করে নিয়ে গেছে। এছাড়া নগদ লক্ষাধিক টাকাও লুট হয়েছে।
নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই জানান, রুমি জুয়েলাসের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানা গেছে, শুক্রবার বিকেল ৪ টার দিকে চোরেরা রুমি জুয়েলার্সে প্রবেশ করে। শুক্রবার হওয়ায় পুরো মার্কেট বন্ধ থাকার কারনে তারা দীর্ঘ সময় ধরে ভিতরে নির্বিঘ্নে দু’টি সিন্দুক ভেঙ্গে সমুদয় সোনা চুরি করে নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। তারা ভিতরে প্রবেশের সময় আঁখি ইলেক্ট্রনিক্স-এর ৪টি তালা খুললেও যাবার সময় দোকানের তিনটি তালা এবং অন্য একটি তালা লাগিয়ে দেয়। চোরেরা ভিতরে প্রবেশ করেই দোকানের ভিতরের সিসি ক্যামেরা খুলে নেয়। ভিতরে প্রবেশের আগে বাইরের সিসি ক্যামেরাগুলো উল্টো দিকে ঘুরিয়ে দেয়।
শনিবার সকালে দোকান খুলে এই চুরির কথা জানাজানি হয়। এই দুর্ধর্ষ চুরির সংবাদ পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মোঃ আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেন।


নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, এটি একটি স্পর্শকাতর মামলা। তদন্ত শেষ না করে কোন মন্তব্য করা ঠিক হবে না। এ ঘটনার প্রকৃত তথ্য উদ্ধার এবং অপরাধিদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
এ ব্যপারে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। রুমি জুয়েলার্সের সত্বাধিকারী তৌফিকুর রহমান বাবু বাদী হয়ে এ মামলা দায়ের করেন।