উন্নত বিশ্বের সাথে পথ চলতে তথ্য-প্রযুক্তিতে জ্ঞান অর্জনই হবে প্রধান হাতিয়ার - শাফিউল ইসলাম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ ১৪:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৭ বার।

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) বগুড়ার পরিচালক শাফিউল ইসলাম (উপ-সচিব) বলেছেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পথ চলতে তথ্য-প্রযুক্তিতে জ্ঞান অর্জনই হবে প্রধান হাতিয়ার। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নেকটার বগুড়া প্রতিনিয়ত সেই প্রচেষ্টাই অব্যাহত রেখেছে এবং মানসম্মত প্রশিক্ষণ প্রদানে ইতিমধ্যে সারাদেশে প্রশংসীয় হয়েছে নেকটার পরিবার যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 
রবিবার সকালে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) বগুড়ায় ৬ মাস মেয়াদী অ্যাড্ভান্সড সার্টিফিকেট কোর্স অন কম্পিউটার ট্রেনিং ৫০ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। নেকটার বগুড়ার উপ-পরিচালক আলহাজ্ব মুহাঃ মাহমুদুর রহমান এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষক আব্দুল আলিম। প্রতিষ্ঠানের সহকারী প্রশিক্ষক খোদেজা বেগমের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে ৬ মাসের কোর্সে মূল্যায়নের ভিত্তিতে ভাল ফলাফল অর্জন করায় মেধাবী প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।