সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী-কাম-নৈশ প্রহরী সমিতির রাজশাহী বিভাগীয় সমাবেশ

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ ১৪:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৩ বার।

সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী-কাম-নৈশ প্রহরী সমিতির রাজশাহী বিভাগীয় সমাবেশ গতকাল রোববার বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু। 
প্রধান অতিথি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছেন। তাঁর সদিচ্ছায় দ্রুততম সময়ের মধ্যে দপ্তরী-কাম-নৈশ প্রহরীদের চাকুরী আউট সোর্সিং থেকে রাজস্ব খাতে ন্যাস্ত হবে। আপনারা শুধু প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। 
বিভাগী কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: বাপ্পি’র সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহাদত হোসেন, সেলিম রেজা, যুগ্ম-সম্পাদক সাচ্চু তালুকদার, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী, অর্থ সম্পাদক সাফি, দপ্তর সম্পাদক শরিফ মোহাম্মদ, ধর্মীয় সম্পাদক জামিল উদ্দিন, উপদেষ্টা গোলাম, আবুল হায়াত, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি লাবু, সাধারণ সম্পাদক রফিক প্রমুখ। সংগঠনের কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ বলেন, দপ্তরীদের চাকুরী রাজস্ব খাতে ন্যাস্ত করার বিষয়ে আদালতে রীট চলমান আছে। অপরদিকে ডিসেম্বরে শিক্ষামন্ত্রী এবং গণশিক্ষা মন্ত্রীকে নিয়ে একটি মহাসমাবেশের চিন্তা ভাবনা চলছে। তাই এ বিষয়ে কেউ কোন আন্দোলন বা অর্থনৈতিক লেনদেন করবেন না।