বগুড়ার রাজাবাজারে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ ১৪:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮০ বার।

সরকারী অনুমোদন ব্যতিত পরিবেশ দুষণকারী পলিথিন বিক্রয়ের দায়ে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে শহরের রাজাবাজার এলাকায় চলা ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার ও তাসমিনুজ্জামান। এসময় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সহযোগিতা করেন। 
এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারী অনুমোদন ব্যতিত পরিবেশ দুষণকারী পলিথিন বিক্রয়ের রাজাবাজারের “খলিল ষ্টোর” এর প্রোপাইটর মোঃ খলিল রহমান (৩৬) কে ৫ হাজার, “মেসার্স লিটন এন্টার প্রাইজ” এর প্রোপাইটর মোঃ এনামুল হক (৪৫) কে ৫ হাজার এবং “ডোরেন ষ্টোর” এর প্রোপাইটর মোঃ এম হোসেন (৬৮) কে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।