মহাদেবপুরে বাল্য বিয়েঃ বরের ৬ মাসের কারাদন্ড

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮ ১৪:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৮ বার।

নওগাঁর মহাদেবপুরে বাল্য বিয়ের ঘটনায় ভ্রাম্যমান আদালত বরের ৬ মাসের কারাদন্ড দিয়েছে। এঘটনায় আদালত বর ও কনে পক্ষের ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করেন। শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার  মোবারক হোসেন পারভেজ এ রায় প্রদান করেন। জানা গেছে শুক্রবার রাতে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সৌহরাব আলীর ছেলে সোহেল হোসেনের (১৫) সাথে উত্তরগ্রাম ইউনিয়নের পলিপাড়া গ্রামের মোস্তফা হেসেনের মেয়ে মরিয়ম খাতুনের (১৪) বাল্য বিয়ের প্রস্তুতি নেয় কনের পিত্রালয়ে। এ খবর পেয়ে থানার এসআই মুমিন হোসেন ওই বিয়ের অনুষ্ঠান থেকে বর কনেসহ তাদের উভয়ের পিতাকে আটক করে থানায় নিয়ে আসে। পরের দিন তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের এই দন্ড প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান ,ওইদিন বিকেলেই দন্ডপ্রাপ্ত বরকে জেল হাজতে পাঠানো হয়েছে।