কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অ আ সাহিত্য সংসদের আলোচনা ও কবিতা পাঠ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ ১১:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৯ বার।

বগুড়ায় কবি জীবনানন্দ দাশের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করে অ আ সাহিত্য সংসদ। রোববার রাতে ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত আলোচনা সভা ও কবিতা পাঠে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি কবি শিবলী মোকতাদির।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রবিউল আলম অশ্রু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সাজাহান সাকিদার, অতিথি হিসেব উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়্যূথ কয়ারের সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। জীবনানন্দ দাশের কবিতা পাঠ করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আসাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আলমগীর কবির, কবি রাহমান ওয়াহিদ, কবি পান্না করিম, বগুড়া জীবনানন্দ পরিষদের সভাপতি এস এম আনিছুর রহমান, শেখ ফরিদ, সজীব মাহমুদ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সাংবাদিক এইচ আলিম।