বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের মেধাবীদের বৃত্তি দিল গাজী রিয়েল এস্টেট

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ ১২:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪১ বার।

বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে স্থানীয় আবাসন প্রতিষ্ঠান গাজী রিয়েল এস্টেট। সোমবার সকালে স্কুল মিলনায়তনে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুফিয়া নাজিম। সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক  মাসুম আলী বেগম। এর আগে জেএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয়। 
বক্তৃতা করেন গাজী রিয়েল এস্টেট চেয়ারম্যান ডা. গাজী শফিকুল আলম চৌধুরী, বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের দাতা সদস্য নাসরিন সুলতানা, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বগুড়া গ্রন্থ কেন্দ্রের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক মোঃ আসাদুস জামান, সিনিয়র সহকারি শিক্ষক- মোঃ ছরোয়ার হোসেন, ৮ম শ্রেণির শ্রেণি শিক্ষক- মোঃ নূরুল আমিন। সহকারি শিক্ষক ফেরদৌসী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।