১০ দিনেও গ্রেফতার হয় নি গৃহবধুকে ধর্ষণ চেষ্টার আসামী দুপ্রোক সভাপতি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ ১২:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৫ বার।

বগুড়ার আদমদীঘিতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রোক) সভাপতি আফতাব হোসেন ওরফে বাবু (৪৮) দশ দিনেও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভিকটিমের স্বামী শাহিন। আসামী আফতাব হোসেন উপজেলার শিবপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। 

এদিকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী হয়েও আফতাব হোসেন বাবু উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসাবে বহাল রয়েছে। তিনি ঐ পদে থাকতে পারবেন কিনা এ নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

আদমদীঘি থানার পশ্চিম পাশে দুপ্রকের সভাপতি আফতাব হোসেন ওরফে বাবু জনৈক আয়েন উদ্দিনের বাসায় ভাড়া থাকেন। গত ১৮ অক্টোবর বেলা ১২ টায় ওই গৃহবধু আফতাব হোসেনর বাসায় ফ্রিজে রেখে আসা মাছ নিতে যায়। এসময় আফতাব তার শয়ন ঘরের দরজা বন্ধ করে ওই গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালায়। এই ঘটনায় ভিকটিম নিজেই বাদি হয়ে আফতাব হোসেন ওরফে বাবুকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারি উপ-পরিদর্শক আবু সাইদ জানান, আসামী আত্মগোপনে থাকায় গ্রেফতারে কিছু বিলম্ব হচ্ছে। তবে তাকে গ্রেফতার চেষ্টা চালানো হচ্ছে।