বগুড়ার উপশহরে দুই হোটেলে ২৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ ১৫:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯৩ বার।

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে বগুড়ায় দুইটি খাবারের হোটেলে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার বিকেলে উপশহরে চলা ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এবং তাসমিনুজ্জামান। এসময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযানে সহায়তা করেন। 
এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে “পলি হোটেল” এর প্রোপাইটর মোঃ আলমাস (৬০) কে ১৫ হাজার এবং “শাহিন হোটেল” এর প্রোপাইটর মোঃ রাশেদ শেখ (২৫) কে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।