বগুড়ার শাজাহানপুরে ৩য় শ্রেণির ছাত্রী অপহরণ: গ্রেফতার ২

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ ১৫:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১০ বার।


শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণ মামলার ২ আসামীকে থানা পুলিশ গ্রেফতার করে  সোমবার আদালতে পাঠিয়েছে। আসামীরা হলো উপজেলার পারতেখুর গ্রামের ওসিমদ্দিনের পুত্র লাল মিয়া (৪৫) এবং তার স্ত্রী মরিয়ন (৩৫)। 
মামলা সূত্রে জানাগেছে, গত ১০ অক্টোবর বিকেল ৫টার দিকে পারতেখুর স্কুল এলাকা থেকে অজ্ঞাতনামা সিএনজি চালিত অটোরিক্সা যোগে তৃতীয় শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার (১১) কে অপহরণ করা হয়। এ ঘটনায় আদমদিঘী উপজেলার জয়দেবপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র জিল্লুর রহমান (২৫) কে প্রধান আসামী করে ৪ ব্যক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা পারতেখুর গ্রামের বাসিন্দা শাহিদুল ইসলাম। ভিকটিম উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত আছে উল্লেখ করে শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানিয়েছেন, গত রোববার রাতে অভিযান চালিয়ে মামলার দুই আসামী লাল মিয়া ও মরিয়মকে গ্রেফতার করা হয়েছে।