শুদ্ধি অভিযানে চুনোপুঁটি ধরছে সরকার: মির্জা ফখরুল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ ১৫:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৩ বার।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে সিঙ্গাপুরের মতো ক্যাসিনো শহর বানাতে চায় সরকার। রাজধানীতে তার লক্ষণ দেখা গেছে। সরকার নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছে। এতে প্রমাণ হয় যে তারা শুদ্ধ নয়।

তিনি বলেন, এই শুদ্ধি অভিযানে শুধু চুনোপুঁটিদের ধরা হচ্ছে। কিন্তু গডফাদার ও নির্দেশকদের আড়াল করা হয়েছে। দেশের মানুষ চায় প্রকৃত দোষীদের ধরা হোক, চুনোপুঁটিদের নয়।

সোমবার ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত জেলা জাতীয়তাবাদী কৃষক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দাবি করে তাদের সঙ্গে নাকি ভারতের সবচেয়ে ভালো সুসম্পর্ক রয়েছে। যদি তাই হয়, তাহলে তিস্তার পানির ন্যায্য হিস্যা পাচ্ছি না কেন?

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে গেলেন তখন দেশের মানুষ আশা করেছিলেন হয়ত এবার পানির ন্যায্য হিস্যা মিলবে। কিন্তু হল তার উল্টোটি। ভারতকেই ফেনী নদীর পানি দিলেন তিনি। আওয়ামী লীগ যে দেশ পরিচালনায় ব্যর্থ তা আবারও প্রমাণ করলেন।

মির্জা ফখরুল বলেন, কৃষিতে যে বিপ্লব ঘটেছে এর সবকিছু প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। কিন্তু ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। টানা ১১ বছর রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ। এই এগারো বছরে কৃষকের ১১ হাল হয়েছে। ফসলের দাম না পাওয়া কৃষক আজ ঋণগ্রস্ত। অথচ এই সরকার দাবি করছে দেশ নাকি উন্নয়নের জোয়ারে ভাসছে।

তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে উন্নয়ন প্রচার প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে।