পাঠকদের গ্রন্থাগারমুখী করতে বগুড়ার উডবার্নে একগুচ্ছ আয়োজন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ ১১:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৮ বার।

বিনোদনের মাধ্যমে শিশুদের গ্রন্থাগারমুখী করতে টয় বিক্স কার্যক্রম উদ্বোধন করেছে বগুড়ার উডবার্ন সরকারি গ্রন্থাগার। ব্রিটিশ কাউন্সিলের ‘লাইব্রেরেরি আনলিমিটেড’ প্রগ্রামের আওতায় এই সেবা চালু করা হয়। এতে আরও থাকছে শিশুদের ক্যানো কম্পিউটার ও সবার জন্য ওয়াই-ফাই ও কম্পিউটার।

মঙ্গলবার সকাল ৯ টায় গ্রন্থগার অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে টয় বিক্স কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরে ৬ থেকে ১২ বছরের শিশুদের নিয়ে কর্মশালা করেন ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি। কর্মশালায় শিশুদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতা বৃদ্ধি ও খেলার পদ্ধতি শেখানো হয়। পরে শিশুরা বিভিন্ন নির্দেশনার আওতায় প্রতিযোগিতায় অংশ নেয় এবং প্রজেক্ট তৈরি করে।

এসময় ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাছুম আলী বেগ (শিক্ষা ও আইসিটি)।

তিনি বলেন, 'বর্তমানে শিশুরা যন্ত্রিক মানবে পরিণত হচ্ছে। ফলে তাদের সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে। ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানোর প্রতিযোগিতায় শিশুদের পাঠ্য বইয়ে লিপ্ত করছে তাদের পিতা-মাতা। শিক্ষিত হলেও ভাল মানুষ হচ্ছেনা তারা। তাই সাহিত্য পড়ার মাধ্যমে এর পরিবর্তন করতে হবে।'

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি বলেন, 'ট্রয় বিক্স কার্যক্রমের উদ্দেশ্য হলো জীবনধর্মী দক্ষতা অর্জন, প্রযুক্তি নির্ভরতা কমানো, খেলাধুলার মাধ্যমে পাঠক তৈরি করা।'

লাইব্রেরি ইনচার্জ আনিসুল হক বলেন, 'বিনামুল্যে পাঠকদের কম্পিউটার ও ইন্টারনেট সেবা ও মনোরম পরিবেশ রয়েছে এই গ্রন্থাগারে। দৈনিক পাঠক উপস্থিতি অন্তত ৩০০ জন।'

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ  কাউন্সিল প্রতিনিধি শাকিল আমানুল্লা সিনহা, সহকারি অধ্যাপক আবু রায়হান, প্রভাষক এম এ জাহেদ, বগুড়া সরকারি বালিকার প্রধান শিক্ষক- রাবেয়া খাতুন, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক- শাহাদত হোসেন ও সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক- জাহাঙ্গীর আলম।