সবচেয়ে লম্বা চুল নিয়ে নতুন রেকর্ড গড়ল এই তুর্কি কিশোরী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ ১১:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৭ বার।

তুরস্কে বারো বছরের এক কিশোরী সবচেয়ে লম্বা চুলধারী হিসেবে নতুন রেকর্ড গড়েছে। জার্মানি রূপকথার বিখ্যাত কেশবতী চরিত্র রাপুনজেল নামেই ডাকা হয় পেলিন ওজদেমিরকে।

ডেইলি সাবাহ জানায়, ওজদেমিরের চুলের দৈর্ঘ্য ১.৫২ মিটার। এই মাসের শুরুতে চিলড্রেনস গিনেস বুকে নাম লেখায় এই কিশোরী।

গ্রেড সিক্সের এই ছাত্রী যেখানেই যায় তার চুলের প্রতি সবাই আগ্রহী হয়ে উঠে। তার সঙ্গে উৎসাহী ছবি তুলেও অনেকে।

ওজদেমির বলে, ‘আমার শিশুকাল থেকেই বাবা-মা চাইতো না আমি চুল কাটি। এরপর আমি বড় হলে নিজেও এমন সিদ্ধান্ত নিই।’

তবে লম্বা চুলের নানা বিড়ম্বনাও আছে বলে সে জানায়। যেমন, এতে চুলের ওজন বেড়ে যায়। হাঁটাচলা করতে সমস্যা হয়। গোসল করতেও বড় ঝামেলায় পড়ে সে।

সে বলে, ‘গোসলের পর দুই ঘণ্টা লেগে যায় চুল শুকাতে এবং আঁচড়াতে। সিনেমা দেখতে দেখতে সেসময় আমার মা আমার চুল ঠিক করে দেন।’

এ ছাড়া বিশেষ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে এত লম্বা চুল সামলাতেও বেগ পেতে হয় তাকে।