জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের লক্ষ্যে বগুড়ায় বিএনপির আলোচনা সভা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮ ১৫:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৪ বার।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি  সাইফুল ইসলাম বলেছেন, সরকার বিএনপির ৭দফা মানতে আন্তরিক নয়। তাই সংলাপে দাবী আদায় হবে না । খালেদা জিয়ার মুক্তি সহ জনগনের দাবী আদায়ে রাজপথে আন্দোলনের বিকল্প নেই। তাই সেই আন্দোলনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। তিনি শনিবার বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায়  জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। 

এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, রেজাউল করিম বাদশা, মাহবুবর রহমান বকুল, মাফতুন আহমেদ খান রুবেল, পরিমল চন্দ্র দাস, তৌহিদুল আলম মামুন, এসএম শরাফত জামান পাশা, সিপার আল বখতিয়ার, শাহ মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ , এসএম রফিকুল ইসলাম, আবু হাসান, আলী মুররাজি তরুন , মাহমুদ শরীফ মিঠু, মাজেদুর রহমান জুয়েল, মাসুদ রানা এবং আব্দুল মোমিন ।