র‍্যাবের অভিযান

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ ১০:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫২৭ বার।

বগুড়ায় র‍্যাবের অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহিম (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে জেলার শাজাহানপুরের শাবরুল বাজার এলাকা থেকে তাকে গ্রেয়ফতার করা হয়। সে সদরের মোঃ খাজার ছেলে।       

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) রওশন আলী এসব তথ্য জানান।

রওশন আলী জানান, আসামী আব্দুর রহিম পেশায় একজন ড্রাইভার। গত ৫ অক্টোবর শনিবার সে চকলেটের লোভ দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে। এসময় কান্নার আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে ধর্ষক আব্দুর রহিম কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে ঐদিন শিশুটির পিতা সদর থানায় আব্দুর রহিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, গোপন সংবাদে জানা যায় আসামী শাজাহানপুর এলাকায় আত্মগোপন করে আছে। তখন তাদের টিম সেখানে বিশেষ অভিযান চালিয়ে বুধবার সকালে আসামী আব্দুর রহিমকে গ্রেফতার করে। নিউজ লেখা পর্যন্ত আসামীকে সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।