ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় লাইসেন্সবিহীন এক ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ ১১:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৮ বার।

লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপন করে ইট তৈরি করার দায়ে বগুড়ায় 'মেসার্স খান এন্ড সন্স ইট ভাটা'র মালিক তরিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলার শাজাহানপুরের বাদলা বনানী বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ওই অর্থদন্ড প্রদান করা হয়। এসময় আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন আহমেদ। আদলতের কার্যক্রমে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। বুধবার বিকালে এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।