মুশফিকের খুদে ভক্তের কাণ্ড!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮ ১৫:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৭ বার।

সিলেটের অভিষেক টেস্টের প্রথম দিনেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম। দৃষ্টিনন্দন স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এক কিশোর ঢুকে পড়েছে মাঠে। বছর দুয়েক আগে মেহেদী হাসান নামে মাশরাফি মুর্তজার এক ভক্ত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন। একই ঘটনার পুনরাবৃত্তিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

দিনের ৪৮তম ওভার শেষ তখন। অভিষিক্ত নাজমুল ইসলাম অপুর ওভার শেষ হতে প্রান্ত বদল করে মুশফিক মিডিয়া প্রান্তে এসে দাঁড়িয়েছেন। হঠাৎ এক কিশোর পূর্ব গ্যালারির গ্রিল টপকে ঢুকে পড়ে মাঠে, এক দৌড়ে জড়িয়ে ধরে দেশসেরা উইকেটকিপার-ব্যাটসম্যানকে। শুরুতে একটু ভয় পেলেও নিজেকে সামলে ভক্তকে জড়িয়ে ধরেন মুশফিক।খবর বাংলা ট্রিবিউন

নিরাপত্তা রক্ষীরা অবশ্য ঘটনাটা বেশি দূর গড়াতে দেননি। তারা দৌড়ে গিয়ে ছেলেটিকে জাপটে ধরে মাঠের বাইরে নিয়ে যান। এরপর আর তাকে মাঠে দেখা যায়নি। পরে নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে জানা গেছে, ছেলেটিকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মুশফিকের এই ভক্তের নাম সাইফুল আলম অনিক। সপ্তম শ্রেণির শিক্ষার্থী অনিকের বাড়ি স্টেডিয়ামের পাশেই।

প্রথম দিনের খেলা শেষে আবু জায়েদ রাহী জানালেন আসল ঘটনা। সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘ছেলেটা মাঠে ঢোকার পর আমাদের দিকে দৌড়ে আসছিল। আমি কিছুটা কনফিউজড হয়ে যাই। ভাবছিলাম মুশফিক ভাইয়ের কাছে যাচ্ছে, নাকি অন্য কারও কাছে। মুশফিক ভাইয়ের কাছে গেলে তিনি কিছুটা ভয় পেয়ে যান। পরে সে কথা আমাদের কাছে স্বীকারও করেছেন।’

২০১৬ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডেতে মাশরাফির এক ভক্ত ঢুকে পড়েছিলেন মাঠে। তাকে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। তবে মাশরাফির অনুরোধে ছেড়েও দেওয়া হয় দ্রুত।