ধুনটে বিজয় ফুল উৎসবের উদ্বোধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ ১৩:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮১ বার।

বগুড়ার ধুনট উপজেলায় বিজয় ফুল উৎসবের উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা এ বিজয় ফুল উৎসবের উদ্বোধন করেন ।

বিজয় ফুল উৎসবে কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ ছাড়া এ উৎসবে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ছবি, জাতীয় ফুল শাপলা, মুক্তিযুদ্ধ বিষয়ক নানা চিত্র অংকন করে। তাছাড়াও গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, একক অভিনয়, বিভিন্ন সংগীতে অংশ নেয় শিক্ষার্থীরা।

বিজয় ফুল উৎসবে ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, উপজেলা উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রোজিনা আক্তার সুমি, উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আঞ্জুমান আরা সুফিয়া ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।