পাকিস্তানে ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬২

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ ০৭:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৯ বার।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ট্রেনের ভেতর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। 

এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। খবর দ্য ডনের ও সমকাল অনলাইন

বৃহস্পতিবার সকালে পাঞ্জাব প্রদেশের দক্ষিণে লিয়াকতপুর শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের হাসপাতালে ভর্তি  করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জেলা পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সকালে ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশে ছেড়ে যায়।

দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ জানান, টেনের যাত্রীরা সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ট্রেনে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে।ট্রেনের তিনটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। অনেকেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে জীবন বাঁচিয়েছে। 

পাকিস্তানে ট্রেনে সিলিন্ডার বহন করা আইনত দণ্ডনীয়।

রেলমন্ত্রী বলেন, সাময়িকভাবে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দুই ঘণ্টার মধ্যে পুনরায় ট্রেন চলাচল স্বিাভাবিক হবে বলে আশা করছি। 

রহিম ইয়ার খান জেলার ডেপুটি কমিশনার জানান, ট্রেনের বগিগুলোতে তাবলীগ জামাতের সদসরা ভ্রমণ করছিল।

১ হাজার ১২২টি টিম উদ্ধার তৎপরতা শুরু করেছে। উদ্ধারকাজে দেশটির সেনাবাহিনীও যোগ দিয়েছে। 

সাদিকাবাদে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহতের মাত্র তিন মাসের মধ্যে ফের এমন দুর্ঘটসা ঘটলো।