বগুড়ার গাবতলীতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করলো বিএমএ

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮ ১৫:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৫৯ বার।

বগুড়ায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের  (বিএমএ) আয়োজনে   ফ্রি মেডিকেল  ক্যাম্প অনুষ্ঠিত  হয়েছে।  শুক্রবার গাবতলি উপজেলার নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয় মাঠে শিশির ফাইন্ডেশনের  সার্বিক সহযোগিতায় ছয় শতাধিকেরও বেশি রোগীদের চর্ম,যৌন,দন্ত,মেডিসিন,নাক-কান-গলা,গাইনি,চক্ষু বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও জেলা পরিষদ সদস্য এ,এইচ আজম খান আয়োজনটির উদ্বোধন করেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের  (শজিমেক) ডেন্টাল সার্জন ডাঃ রোকনুজ্জামান সোহাগ পুন্ড্রকথাকে জানান,  ১২ জন অভিজ্ঞ চিকিৎসক ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।  নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয়ের  সভাপতি আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে ওই ক্যাম্পে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএমএ বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু।  আরও উপস্থিত ছিলেন বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ শামির হোসেন মিশু, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গোফার,বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শামসুল হক দুদু ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান ।