বার্গার খেলেই মিলবে পুরস্কার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ ১২:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৬ বার।

অনেকেরই পছন্দের খাবার বার্গার।আর এই পছন্দের খাবার খেলে যদি পুরস্কার পাওয়া যায় তবে মন্দ কি?

তবে এই পুরস্কারের শর্ত হচ্ছে- মাত্র ৯ মিনিটের মধ্যে নির্দিষ্ট আকৃতির একটি বার্গার খেতে হবে। পুরস্কার দেয়া হবে ১০ হাজার থাই বার্থ। যা বাংলাদেশী টাকায় ২৭ হাজার ৯২০ টাকা।

এই অফার চলছে থাইল্যান্ডের একটি রেস্তোরাঁয়। ‘ক্রিস স্টেকস এন্ড বার্ডারস’ নামের ব্যাংককে একটি রেস্তোরাঁ জানিয়েছে, বার্গার খেয়ে পুরস্কার পেতে হলে মাত্র ৯ মিনিটের মধ্যে ৬ কেজি ওজনের একটি বার্গার খেতে হবে।

রেস্তোরাঁর মালিক কমডেক কংসুয়ান জানান, তাদের তৈরি এ বার্গারই দেশের মধ্যে সবচেয়ে বড় আকৃতির। তবে এখন পর্যন্ত কোনো প্রতিযোগিই এ চ্যালেঞ্জ পূরণ করতে পারেননি।

গরুর মাংসে তৈরি ৬ কেজি ওজনের বার্গারটির দাম পড়বে বাংলাদেশী টাকায় ৬ হাজার ৯০০ টাকা।

অন্যদিকে একই আকৃতির শূকরের মাংসে তৈরি বার্গার দাম ৯ হাজার ৭০০ টাকা। সঙ্গে থাকবে অনিয়ন রিং, বেকন আর মেয়োনিজ।

সূত্র: এনডিটিভি