জরুরি অবস্থায় মাস্ক পরে অনুশীলনে সৌম্যরা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ ১২:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৯ বার।

দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হলেও থেমে নেই বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। শুক্রবার অধিকাংশ ক্রিকেটারকে মাস্ক পরে অনুশীলন করতে দেখা গেছে।

দিল্লিতে আগামী রবিবার প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এদিন অনুশীলনে মুশফিকুর রহিম বাদে অন্য ক্রিকেটারদের মুখে মাস্ক দেখা গেছে।

বাংলাদেশের অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। সেখানে দেখা গেছে, কোচরাও মাস্ক পরে মাঠে নেমেছেন।

দিল্লির ভয়ংকর পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ৫ নভেম্বর পর্যন্ত রাজধানী এবং সংলগ্ন এলাকায় সব ধরনের নির্মাণকার্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গোটা শীতকালে কোথাও বাজি পোড়ানো যাবে না বলেও জানানো হয়েছে।

বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ০ থেকে ৫০-এর মধ্যে ঘোরাফেরা করলে তা স্বাস্থ্যের পক্ষে অনুকুল বলে ধরা হয়। বাজির কানফাটানো আওয়াজ এবং তা থেকে নির্গত বিষাক্ত গ্যাসের জেরে দিওয়ালিতে দিল্লি এবং নয়ডার গড় একিউআই বেড়ে ৩০৬ ও ৩৫৬ -তে দাঁড়িয়েছিল আগেই। এই মুহূর্তে দিল্লির একিউআই ৫০০ ছাড়িয়ে গেছে!