২৮২ রানেই শেষ জিম্বাবুয়ের প্রথম ইনিংস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮ ০৬:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৬ বার।

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৮২ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে।

৫ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলে ম্যাচের প্রথম দিন শেষ করা জিম্বাবুয়ে রোববার দ্বিতীয় দিনে বাকি ৫ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে আর মাত্র ৪৬ রান যোগ করতে সক্ষম হয়। প্রথম দিনের খেলা শেষে অপরাজিত থাকা পিটার মুর দ্বিতীয় দিনে অর্ধশতক তুলে নিলেও সঙ্গীর অভাবে দলকে বেশিদূর টানতে পারেননি, অপরাজিত থাকেন ৬৩ রানে।

দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ হওয়ার আগেই যে জিম্বাবুয়ে মাত্র ৪৬ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে ফেললো তাতে মূল অবদান বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। এদিন পতন হওয়া পাঁচ উইকেটের চারটিই নিজের ঝোলায় পুরেছেন এই স্পিনার। সবমিলিয়ে ইনিংসে তার শিকার ৬ উইকেট। এদিন পতন হওয়া অপর উইকেটটি নেন এই টেস্টে অভিষেক হওয়া আরেক বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন।

৫ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলে প্রথম দিন শেষ করা জিম্বাবুয়ের অপরাজিত দুই ব্যাটসম্যান পিটার মুর ও রেগিস চাকাভা রোববার সকালে পুনরায় ব্যাট করতে নামেন। দু'জনে মিলে দলীয় সংগ্রহে আরও ২৫ রান যোগ করার পর চাকাভাকে সাজঘরে ফেরত পাঠিয়ে বাংলাদেশ শিবিরে দিনের প্রথম সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম।

দিনের ১১তম ওভারে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে চাকাভা সাজঘরে ফিরে যাওয়ার আগে করেন ২৮ রান। এই রান করতে গিয়ে পিটার মুরের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি।

দলীয় ২৬১ রানে চাকাভার বিদায়ের মধ্য দিয়ে জিম্বাবুয়ের ষষ্ঠ উইকেটের পতনের পর ব্যাট করতে নামেন ওয়েলিংটন মাসাকাদজা। তাকেও বেশিদূর এগোতে দেননি তাইজুল। দলীয় ২৬৮ রানে ওয়েলিংটন মাসাকাদজাকে সাজঘরে ফেরত পাঠিয়ে বাংলাদেশকে দিনের দ্বিতীয় সাফল্য এনে দেওয়ার পাশাপাশি ইনিংসে নিজের চতুর্থ উইকেট তুলে নে বাঁহাতি স্পিনার। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪ করেন করেন ওয়েলিংটন।

জিম্বাবুয়ের সপ্তম উইকেটের পতনের পর ব্যাট করতে নামে ব্রান্ডন মাভুতা। তিনিও বেশিদূর এগোতে পারেননি। দলীয় ২৭৩ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাকে সাজঘরের পথ দেখান স্পিনার নাজমুল। ৩ রান করে মাভুতা বিদায় নিলে জিম্বাবুয়ের অষ্টম উইকেটের পতন হয়।

মাভুতার বিদায়ের পর ক্রিজে আসেন কাইল জার্ভিস। দলীয় ২৮২ রানে তাকে স্লিপে মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠিয়ে ইনিংসে নিজের পঞ্চম উইকেট শিকার করেন তাইজুল। সাজঘরে ফেরার আগে জার্ভিস করেন ৪ রান।

জার্ভিসের বিদায়ের পর ব্যাট করতে নামেন জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান টেন্ডাই চাতারা। তবে তাইজুলের করা ওভারের পরের বলটিতেই সিলি পয়েন্ট দাঁড়ানো লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে বিদান নেন তিনি। এর মধ্য দিয়ে ২৮২ রানেই শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস।