বগুড়ায় বিশ্ব রক্তদান দিবস পালিত

আকতারুজ্জামান সোহাগ
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ ১৪:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৬ বার।

বগুড়ায় বিশ্ব রক্তদান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১ টায়, বগুড়া অনলাইন রক্তদান সংগঠন, স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন ও সুখানপুকুর রক্তদাতা সংগঠন এর পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। রালীটি শহরের খোকন পার্ক থেকে শুরু হয়ে সাতমাথা সহ বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য "স্বেচ্ছায় করি রক্তদান" হাসবে রোগী বাঁচবে প্রান। এসময় র‍্যালীতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য উপস্থিত ছিলেন। ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালিত এবং ২০০০ সাল থেকে নিরাপদ রক্ত- এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ দিবসের অভিঙ্গতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিলো বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ অধিবেশন এর পর থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ সংস্থা এই দিবস পালনের তাগিদ দিয়ে আসছে।