আবার উপাচার্য হলেন আখতারুজ্জামান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ ১৩:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২১ বার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১১ (১) ধারা অনুযায়ী সিনেট কর্তৃক মনোনীত প্যানেল থেকে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বি এ অনার্স ও এম এ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজবিষয়ক পোস্ট-গ্র্যাজুয়েট সম্পন্ন করেন।

তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজের ফুলব্রাইট স্কলার এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো ছিলেন তিনি। ১৯৯০ সালে তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বিভাগীয় চেয়ারম্যান এবং ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০১৪ সালে কলা অনুষদের ডিন নির্বাচিত হন।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর  থেকে অদ্যাবধি উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে ২০১৬ সালের ২৩ জুন থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।