চবির প্রথম নারী উপাচার্য হলেন অধ্যাপক ড. শিরীণ আখতার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ ১৩:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৭ বার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো নারী উপাচার্যের দায়িত্ব পেলেন বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. শিরীণ আখতার। রবিবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়।

দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে. এম নূর আহমদ। গত ১৩ জুন থেকে তিনি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি এবং চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩- এর (১২)২ ধারা অনুযায়ী ড. শিরীণ আখতার, অধ্যাপক, বাংলা বিভাগ ও প্রো-ভাইস চ্যান্সেলর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রো-ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।

শর্তগুলো হলো- সিনেট কর্তৃক নির্বাচিত প্যানেল হতে নিয়মিত ভাইস চ্যান্সেলর নিয়োগ অথবা পুনোরাদেশ না দেওয়া পর্যন্ত এ নিয়োগ বলবৎ থাকবে, ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবে, তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময়ে এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে এই আদেশ আসার পর শিরীণ আখতার রবিবার থেকেই এ দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে গত ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতার স্বার্থে উপাচার্য পদে নিয়োগ না হওয়া পর্যন্ত উপ-উপাচার্য শিরীণ আখতারকে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

শিরীণ আখতার কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি, ১৯৭৫ সালে চট্টগ্রাম সরকারি গার্লস কলেজ থেকে এইচএসসি ও ১৯৭৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৮১ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এ ছাড়া ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন।

তিনি ১৯৯৬ সালের জানুয়ারিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরে ২০০৬ সালে অধ্যাপক পদে পদোন্নতি ও ২০১৬ সালের ২৮ মার্চ উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান।