মোহাম্মদ নাইমের অভিষেক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ ১৪:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো মোহাম্মদ নাইম শেখের। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অভিষেক হলো ২০ বছর বয়সী নাইমের। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের ৭৭তম প্লেয়ার হিসেবে অভিষেক হলো তার।

নাইমের অভিষেক ম্যাচে নেই দেশের অন্যতম সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাদের ছাড়াই ভারতের মাঠে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে মোকাবেলা করছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ।

মোহাম্মদ নাইম এর আগে প্রথম শ্রেণির ৫ ম্যাচ খেলে এক ফিফটিতে ২০.৩৩ গড়ে ১৮৩ রান করেছেন। আর লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৪৯.৩২ গড়ে চার সেঞ্চুরি আর ১১ ফিফটিতে ১ হাজার ৬৭৭ রান করেন। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭ ম্যাচ খেলে ২২.৫০ গড়ে ৯০ রান করেন তিনি।

বাংলাদেশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

ভারত: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, স্রেয়াশ আয়ার, রিশব প্যান্ট, করুনাল পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, দিপক চাহার, যুজবেন্দ্র চাহাল ও খলিল আহমেদ।