ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ার নামাজগড়ে তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ ১৪:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩২ বার।

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং পাটের তৈরী বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় ব্যবহারের অপরাধে বগুড়ায় তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার শহরের নুরানী মোড় ও নামাজগড় এলাকায় ওই আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিনুজ্জামান ও পলাশ মন্ডল। এসময় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সহযোগিতা করেন। 
এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং পাটের তৈরী বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় ব্যবহারের অপরাধে ‘আর এ টেডার্স’ এর প্রোপাইটর মোঃ মেহেদী হাসানকে ৫ হাজার, ‘নর্দান ফাউন্ডেশন’ এর প্রোপাইটর মোঃ মোঃ আবু সাইদ শেখকে ১০ হাজার এবং ‘নিউ বনশ্রী ওয়েল মিল’ এর প্রোপাইটর মোঃ রুহুল আমিনকে ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।