আইপিএলে কেন নেই মুশফিক, প্রশ্ন উঠে পড়ল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ ০৭:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৫ বার।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারত-বধ করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় পেয়েছেন টাইগাররা। এ নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়াকে হারালেন তারা। শুধু তাই নয়, ভারতের মাটিতে এটিই প্রথম জয় তাদের।

স্বাভাবিকভাবেই প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ। সোশ্যাল মিডিয়া টুইটারে লাল-সবুজ জার্সিধারীদের প্রশংসায় ভেজাচ্ছেন ক্রিকেট ব্যক্তিত্বরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী টুইটবার্তায় লিখেছেন- বিরূপ পরিবেশে খেলার জন্য দুদলকেই ধন্যবাদ। তবে চমৎকার খেলেছে বাংলাদেশ। তাদের অভিনন্দন।

সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ লিখেছেন- অসাধারণ জয়ের জন্য টাইগারদের অভিনন্দন। দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন মুশফিক। আমি নিশ্চিত, এখান থেকে শিক্ষালাভ করবে ভারতের তরুণ খেলোয়াড়রা এবং দৃঢ়ভাবে ফিরে আসবে।

ক্রিকেট বিশ্লেষক মোহন দাস মেননের টুইট, আমি সবসময় ভাবী, মুশফিক আইপিএলে নেই কেন? এ ফরম্যাটের জন্য নিখুঁত তিনি।

জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন- অন্যদের তুলনায় ভারতের বিপক্ষে মুশফিকের গড় সবচেয়ে ভালো। ফিনিশার হিসেবে নতুন মাইলফলকে পৌঁছেছেন তিনি।