ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ডিলিং লাইসেন্স ছাড়া ব্যবসাঃবগুড়ায় ৬ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ ১৪:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯২ বার।

ডিলিং লাইসেন্স ব্যতিত ব্যবসা করার অপরাধে বগুড়ায় ছয় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার শহরের চকযাদু  মোড় এলাকায় ওই আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন আক্তার ও নাসিম রেজা । এসময় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সহযোগিতা করেন। 


এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিলিং লাইসেন্স ব্যতিত ব্যবসা করার অপরাধে ‘তুলা হার্ডওয়ার’ এর প্রোপাইটর অধিরকে ৫ হাজার, ‘সাদিম স্যানেটরী’ এর প্রোপাইটর মোঃ আঃ আলিমকে ৫ হাজার, ‘এস কে হার্ডওয়ার’ এর প্রোপাইটর শুকুমার শাহকে ৫ হাজার, আশিক টেডার্স এর প্রোপাইটর মোঃ আশিককে ৫ হাজার, ‘নাকিব স্যানেটারীর প্রোপাইটর মোঃ আকবর আলীকে ৫ হাজার এবং  ‘নিশাত হার্ডওয়ার’ এর প্রোপাইটর মোঃ মুকুল মিয়াকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।