নতুন সড়ক আইনঃ বগুড়া জেলা পুলিশের লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ ০৮:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৭৬ বার।

নতুন সড়ক পরিবহন আইন-১৮ সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেছে বগুড়া জেলা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মোটরসাইকেল, অটোরিক্সা চালকসহ সাধারণ মানুষকে নতুন সড়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন পুলিশ সুপার  আলী আশরাফ ভূঞা। এ সময় নতুন আইনে কি আছে এ বিষয়ে সচেতন করতে সবার হাতে লিফলেট তুলে দেন তিনি।
লিফলেট বিতরণ করার সময় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, নতুন সড়ক আইন সম্পর্কে অনেকেই অবগত নয়। তাই তাদের আগে নতুন আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। পরে আইনের অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন সকলকে আইন সম্পর্কে সচেতন করতে কাজ করে যাচ্ছে পুলিশ। তিনি আরও জানান, জেলা পুলিশের আয়োজনে সচেতনতামূলক লিফলেট বিতরণ সপ্তাহব্যাপী চলবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সদর থানার ওসি এস এম বদিউজ্জামান ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা,  ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর রেজা খান ও সালেকুজ্জামানসহ পুলিশের সদস্যরা।