বগুড়ায় বাবার উপর অভিমান করে মেয়ের আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ ১২:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩১ বার।

বগুড়ার শেরপুরে বাবার উপর অভিমান করে ফাতেমা খাতুন(১২) নামে  মেয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার  সন্ধ্যারাতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর মধ্যপাড়া  থেকে তার লাশ উদ্ধার করা হয়। উপজেলার জুয়ানপুর মধ্যপাড়া গ্রামের নুর হোসেনের মেয়ে ও শহরের মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ।


শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর  জানান, স্কুলছাত্রী ফাতেমা খাতুন মঙ্গলবার দুপুরের দিকে লাল রঙের জামা পড়ে স্কুলে কোচিংয়ে যাচ্ছিল। এ সময় বাবা নুর হোসেন তাকে অন্য জামা ও বোরখা পড়ে স্কুলে যেতে বলে। এতে অভিমান করে বসে ওই স্কুলছাত্রী। একপর্যায় নিজ শয়নকক্ষে সেলিং ফ্যানের সঙ্গে ওঁড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এদিকে দীর্ঘসময় ওই স্কুলছাত্রীর কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের বাইরে থেকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু ঘর থেকে কোন সাড়া পাওয়ায় তার মা ঘরের ভিতর গিয়ে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকারে পরিবারসহ আশপাশের প্রতিবেশি লোকজন এসে একই অবস্থায় দেখে থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ওই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।