গ্রিসে ২ লাখ বছরের পুরোনো মানুষের মাথার খুলির সন্ধান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ ১৩:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৬ বার।

আফ্রিকা মহাদেশের বাইরে মানুষের সবচেয়ে পুরনো নমুনার সন্ধান পেয়েছেন গবেষকরা। গ্রিসে পাওয়া একটি মাথার খুলিকে গবেষকরা ২ লাখ ১০ হাজার বছরের পুরনো বলছেন। একটি পাথরের ধারে কাটা অবস্থায় এই খুলিটির ইঞ্চি খানেক দূরে আরেকটি খুলি ছিল।

গবেষকরা বলছেন, প্রাচীন এই মাথার খুলিটি বিশ্লেষণের পর যে তথ্য পাওয়া যাবে, সম্ভবত তা ইউরোপে পাওয়া হোমো সাপিয়েন্সদের পাওয়া ১ লাখ ৬০ হাজার বছরের পুরোনো ইতিহাসই পাল্টে দেবে।

এ আবিষ্কার আফ্রিকা থেকে আধুনিক মানুষের প্রথম দিককার অভিবাসনেরও নজির; আজকের জীবিত মানুষের ডিএনএ তে যাদের কোনো অস্তিত্বই নেই।

বিজ্ঞান সাময়িকী নেচার গবেষকদের নতুন এ আবিষ্কারের খবর প্রকাশ হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

মানুষের উৎপত্তি আফ্রিকা মহাদেশে বলে ধারণা করা হয়। ৬০ হাজার বছর আগে বর্তমান মানুষের পূর্বপুরুষরা আফ্রিকা মহাদেশের বাইরে ছড়িয়ে পড়েছিল।