যেভাবে ঢাকা ফোক ফেস্টের নিবন্ধন করবেন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ ১৩:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৯ বার।

বিগত বছরের ন্যায় এ বছরও আগামী ১৪ নভেম্বর থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে  লোকসংগীতশিল্পীদের বড় আয়োজন ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। 

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এ সংগীত পরিবেশন। এবারের আয়োজনে বাংলাদেশের লোকসংগীতশিল্পীদের পাশাপাশি আরো ছয় দেশ থেকে ২০০ শিল্পী অংশ নিচ্ছেন। খ্যাতিমান এই শিল্পীরা তিন দিন ধরে পরিবেশন করবেন নিজ নিজ দেশের লোকগান। সঙ্গে থাকছে লোকবাদ্যযন্ত্রের পরিবেশনা এবং লোকনৃত্য।

প্রতি বছরের মতো এবারও আয়োজনটি দর্শকরা একেবারে বিনামূল্যে উপভোগ করার সুযোগ পাবেন। এই জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আগে।  আজ থেকে শুরু হযেছে নিবন্ধন পর্ব। চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

যেভাবে নিবন্ধন করবেন:

অনলাইনে নিবন্ধন করতে শুরুতেই  www.dhakainternationalfolkfest.com এই ওয়েবসাইটটিতে যেতে হবে। এরপর ধাপে ধাপে তথ্য দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে রেজিস্ট্রেশন। 

নিবন্ধনের জন্য যা যা প্রয়োজন:

রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের স্ক্যান কপি। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে দর্শকের ই-মেইলে পৌঁছে যাবে তিন দিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস। উৎসবস্থলের প্রবেশ পথে প্রতিদিন প্রিন্ট করা এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে।

আর নিবন্ধনসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কল করা যাবে ১৬৩৭৪ নম্বরে।