ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় ৪ ওষুধের দোকানকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ ১৫:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪৬ বার।

আইন অমান্য করে মিসব্রান্ডের ওষুধ বিক্রি করার অপরাধে বগুড়ায় চার প্রতিষ্ঠানকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার শহরের সাতমাথা ও বড়গোলা এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান ও রোমানা রিয়াজ ওই অর্থদণ্ড দেন। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার রাতে এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় তিন ঘণ্টার ওই অভিযানে আইন অমান্য করে মিসব্রান্ডের ওষুধ বিক্রি করায় আদালত দশরফ আয়ুর্বেদী ফার্মেসী'র মালিক ওম প্রকাশ পালকে ৯ হাজার, ছন্দা মেডিকেল স্টোর'র মালিক রিন্টুকে ৫০০, আদী দশরফ ফার্মেসী'র মালিক বলরাম পালকে ৩ হাজার এবং নিউ আর কে মেডিসিন স্টোর'র মালিক আব্দুল কালামকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।