বুরকিনা ফাসোয় স্বর্ণখনির শ্রমিকদের ওপর হামলা, নিহত ৩৭

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ ০৫:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪১ বার।

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় স্বর্ণখনির শ্রমিকদের বহনকারী একটি বাসে হামলা চালিয়ে ৩৭ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। ওই খানিতে কাজ করছে কানাডার একটি প্রতিষ্ঠান। খবর দেশ রুপান্তর অনলাইন

আল জাজিরা জানিয়েছে, হঠাৎ পাঁচটি বাসে হামলার ঘটনা ঘটে। খনি থেকে ওই স্থানের দূরত্ব ৪০ কিলোমিটার।

পুলিশ বলছে, কারা হামলা চালিয়েছে সেটি এখনো বলা সম্ভব হচ্ছে না। ৩৭ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৬০ জন।

রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথমে একটি বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তারপর এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে।

রাস্তা দিয়ে যাওয়া সামরিক বাহিনীর গাড়িও তাদের টার্গেট ছিল বলে মনে করছে দেশটির প্রশাসন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে এটি জঙ্গিদের কাজ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে দেশটিতে জঙ্গিদের আনাগোনা বেড়ে গেছে।