বগুড়ায় ফেনসিডিলসহ পাঁচ চোরাকারবারি আটক

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮ ১৪:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৭ বার।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা রবিবার (৪ নভেম্বর) বিকালে শহরের গোকুল এলাকায় একটি প্রাইভেটকার থেকে ২৬৩ বোতল ফেনসিডিল জব্দ করেছেন। এ সময় পাঁচজন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
গ্রেফতার মাদক বিক্রেতারা হলো, মোস্তাকিম (৪০), বাদল (৪০), মশিউর রহমান (৩২), আবদুল হান্নান (৫০) ও নাসির (২৫)। তাদের বাড়ি ঢাকার বিভিন্ন এলাকায়।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শাহ জালাল জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দিনাজপুরের হিলি, পাঁচবিবির চেঁচড়াসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে ঢাকা ও অন্যান্য জেলায় সরবরাহ করে আসছে। রবিবার বিকালে তারা জয়পুরহাট থেকে একটি প্রাইভেটকারে ফেনসিডিল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। খবর পেয়ে বগুড়া শহরের গোকুল ওজন স্টেশন এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে কারটি থামানো হয়। তল্লাশি করে গাড়ির ভেতর থেকে ২৬৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ সময় তাদের আটক এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।