ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কোচিং চালু রাখায় বগুড়ায় ৫ শিক্ষককে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ ০৬:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৭৭ বার।

সরকারি আদেশ অমান্য করে কোচিং এবং প্রাইভেট পড়ানোর দায়ে বগুড়ায় ৫ শিক্ষককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের সেউজগাড়ি এবং কামারগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। দুই ঘণ্টার অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান। এতে জেলা পুলিশের সদস্যরা ওই অভিযানে সহযোগিতা করেন।

শিক্ষকেরা হলেন- সেউজগাড়ি এলাকার অর্থনীতি বিষয়ের আলতাব হোসেন(৪৫), হিসাববিজ্ঞানের খোকন(২৩), কামারগাড়ি এলাকায় রিপন মিয়া(৩৪),ওয়াজেদ আলী শ্রাবণ(৩২) এবং রাজু আহমেদ(৩৪)। অভিযানের সময় আরও দুইজন শিক্ষক পালিয়ে যাওয়ায় কোন জরিমানা করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান পুণ্ড্রকথাকে  বলেন, সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি ১৮৮ ধারায় তাদের অর্থদন্ড দেয়া হয়। পরে তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ পুণ্ড্রকথাকে  বলেন, ‘সরকারি আদেশ অমান্য করলে কাওকে ছাড়া দেয়া হবে না।’ তিনি আরও বলেন, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।