দেশের প্রাপ্ত বয়স্কদের ১৭ শতাংশের মানসিক রোগ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ ০৬:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪১৩ বার।

১৮ বছরের বেশি বয়সী মানুষের ১৭ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। এসব ব্যক্তির ৯২ শতাংশ চিকিৎসা নেন না। জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ এ এই তথ্য পাওয়া গেছে। খবর প্রথম আলো অনলাইন 

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট এই তথ্য প্রকাশ করা হয়। জরিপে দেখা গেছে, ৭ থেকে ১৭ বছর বয়সী ১৪ শতাংশ কিশোর কিশোরীর মানসিক স্বাস্থ্য সমস্যা আছে। এসব মানসিক স্বাস্থ্য সমস্যা থাকা কিশোর-কিশোরীর ৯৫ শতাংশ কোনো চিকিৎসা নেয় না।

এর আগে ২০০৩ থেকে ২০০৫ সালে একটি জরিপ হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মানসিক স্বাস্থ্য সমস্যা আগের চেয়ে বেড়েছে।