জয়পুরহাটে কিডনি বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ ০৭:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৯ বার।

জয়পুরহাটের কালাই উপজেলার উলিপুর গ্রাম থেকে কিডনি বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। 

বুধবার রাতে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উলিপুর গ্রামের মৃত আবু সাইদের ছেলে খাজা মইনুদ্দিন ও তার স্ত্রী নাজমা বেগম।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান জানান, এক বছর আগে খাজা মইনুদ্দিন নিজেই তার কিডনি বিক্রি করেন। পরে তার স্ত্রী নাজমাকেও কিডনি বিক্রি করতে প্রলুব্ধ করেন। নাজমা স্বামীর কথাতে তারও একটি কিডনি বিক্রি করেন। কিডনি বিক্রি যে আইনত দণ্ডনীয় অপরাধ সে বিষয়ে এ এলাকায় বিভিন্নভাবে পুলিশ গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। এরপরও মইনুদ্দিন ও নাজমা জেনেশুনে তাদের কিডনি বিক্রি করেছেন।

ওসি জানানা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিডনি বিক্রির কথা স্বীকার করেছেন। অবৈধভাবে কিডনি বিক্রির জন্য তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে বৃহস্পতিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।