বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ ১০:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪০ বার।

বগুড়ার নন্দীগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ভাটরা ইউনিয়নের বাউরিপাড়া গ্রামের আপেল মাহমুদের বাড়িতে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করা হয়। আপেল মাহামুদ ওই গ্রামের ইশরত আলীর ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার পুলিশ নিয়ে বাউরিপাড়া গ্রামের আপেল মাহমুদের বাড়িতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল উদ্ধার করেন। জব্দকৃত চাল উপজেলা প্রশাসনের কাছে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, 'খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে বিক্রয়ের ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। পলাতক ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।'