বগুড়ায় বিআরটিসি ট্রাকের চাপায় পা হারালেন ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ ১২:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫০৫ বার।

বগুড়ার নন্দীগ্রামে বিআরটিসি ট্রাকের চাপায় পা হারালেন মোটরসাইকেল আরোহী আক্কাস আলী সরদার (৩৫) নামের এক ধান ব্যবসায়ী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে মথুরাপুরে ওই দুর্ঘটনাটি ঘটে।  

আহত আক্কাস আলী সরদার নাটোর জেলার সিংড়া উপজেলার হাটপুকুড়িয়া গ্রামের আজাহার আলী সরদারের ছেলে।

আক্কাস আলীর বড় ভাই আবু হানিফ  জানান, আক্কাস মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নন্দীগ্রাম যাচ্ছিলেন। পথে মথুরাপুর নামক স্থানে নাটোরগামী বিআরটিসির একটি ট্রাক তাকে চাপা দেয়।

জানা গেছে, স্থানীয় লোকজন গুরুতর আহত আক্কাসকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসকরা অপারেশন করে আক্কাসের বাম পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন।

বগুড়া শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল জানান, গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর রোগীর অবস্থা বিবেচনায় করে চিকিৎসকদের তার বাম পা কেটে ফেলতে হয়েছে।

নন্দীগ্রাম কুন্দার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, বিআরটিসির ট্রাকটি আটক করা হয়েছে। সংঘর্ষের পর চালক ও হেলপার ট্রকটি রেখে পালিয়ে যায় বলেও জানান তিনি।